Health News. |
থাইরয়েড কি ?What is thyroid?
প্রথমে আমরা জানবো থাইরয়েড টা কি ??থাইরয়েড হলো একটা গ্ল্যান্ড. যা অনেকটা দেখতে প্রজাপতির মতো. এটি থাকে ঠিক আমাদের কণ্ঠনালীর কাছাকাছি.
এই গ্ল্যান্ড থেকে যে রস বের হয় তাকে এককথায় আমরা হরমোন বলে থাকি. এই হরমোন থাইরয়েড হরমোন হিসেবে পরিচিত .বেড়ে গেলে বা কমে গেলে দুটোই আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে.
যখন শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যায় তখন তখন আমরা বলি হাইপার থাইরয়েডিজম..
আর যখন থাইরয়েড হরমোন কমে যায় .তখন তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম বর্তমানে এই হাইপোথাইরয়েডিজম রোগীর সংখ্যা দিনদিন ক্রমশ বেড়েই চলেছে .যা আমাদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে..
কি কি কারণে আমাদের থাইরয়েড রোগ হতে পারে ??
No 1..শরীরে আয়োডিনের অভাব দিলে এই রোগ দেখা দিতে পারে.
No 2..বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা গলায় কোন ধরনের অপারেশন থেকেও এ রোগ হতে পারে..
No 3..সোয়াবিন খাওয়া বা সোয়াবিনের তেলে রান্না করার জিনিস খাওয়া বন্ধ করতে হবে এই থেকেও থাইরয়েড রোগ হতে পারে..
No 4..মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে. জাঙ্কফুড খাওয়া বন্ধ করতে হবে.
No 5..সবশেষে বলি থাইরয়েড একটি জিনগত সমস্যা..
থাইরয়েড রোগের লক্ষণ গুলি কি কি ?
No 1..বিনা কারণে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া.
No 2..শরীর অতিরিক্ত দুর্বল লাগা. ঘুম ঘুম ভাব লাগা .কাজের কোনো ইচ্ছা না থাকা. এসব লক্ষণগুলো দেখা যায়..
No3..হাত-.পা ও মুখ শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া এই রোগের আরেকটি লক্ষণ..
No 4..হাত-.পা ও মুখ শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া এই রোগের আরেকটি লক্ষণ..
No 5..গরমের সময় হঠাৎ হঠাৎ শীত শীত ভাব অনুভব করা..
No 6..অনেকদিন সময় কোষ্ঠকাঠিন্য হওয়াটাও থাইরয়েড হওয়ার একটি লক্ষণ হিসেবে ধরা হয়.
No 7..মহিলাদের ক্ষেত্রে অস্বাভাবিক ঋতুচক্র থাইরয়েড এর প্রধান লক্ষণ হিসেবে দেখা দিতে পারে...
বিশেষ করে বাচ্চাদের যদি থাইরয়েড রোগের সমস্যার সমাধান আমরা না করে থাকি তাহলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে না .ও শারীরিক বিকাশ ঘটে না. তাই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিকঠাক মতো ওষুধ খেলে এই রোগের প্রতিকার করা সম্ভব......
আপনাদের টিপসগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন .সবাই ভালো থাকবেন .সুস্থ থাকবেন .ধন্যবাদ...
What is thyroid? What are the symptoms of thyroid......
English translation.....
What is thyroid ?
First we will know what is thyroid ?? Thyroid is a gland. Which looks a lot like a butterfly. It is located right next to our throat.The juice that comes out of this gland is called hormone. This hormone is known as thyroid hormone. Both increase and decrease can cause serious damage to our body.
When the thyroid hormone is increased in the body then we call it hyperthyroidism.
And when the thyroid hormone goes down, we call it hypothyroidism. Nowadays, the number of patients with hypothyroidism is increasing day by day .Which is a cause for concern..
What causes our thyroid disease ??
No 1..Iodine deficiency in the body can cause this disease.
No 2..The disease can also be caused by side effects of various drugs or any type of operation on the throat.
No 3..Stop eating soybeans or cooking things cooked in soybean oil. This can also lead to thyroid disease..
No 4..Eat less sweet foods. Stop eating junk food.
No.5..Finally, the thyroid is a genetic problem..
What are the symptoms of thyroid disease?
No 1..Excess weight gain for no reason.
No 2..The body feels extra weak. Feeling sleepy. No desire to work. These symptoms are seen..
No 3..Swelling of hands, feet and mouth is another symptom of this disease.
No 4..Feeling cold all of a sudden during hot weather.
No 5..The body feels extra weak. Feeling sleepy. No desire to work. Seeing these symptoms.
No 6..Constipation for a long time is also considered as a symptom of thyroid..
No 7..Abnormal menstrual cycles in women can be the main symptom of thyroid.
Especially if we do not solve the problem of thyroid disease in children, then the intelligence of children does not develop and physical development does not occur. Therefore, it is possible to cure this disease by taking the right medicine with the advice of a doctor as soon as possible..
If you like your tips, please comment. Everyone will be fine. Stay healthy. Thank you...
Post a Comment
Thank you for your commenting