বর্তমান সময়ে ছেলে হোক বা মেয়ে হোক সবারই মাথার চুল কে নিয়ে কিছু না কিছু সমস্যা থেকেই থাকে.
কালো চুল ঝরে যাচ্ছে.কারো সাদা হয়ে যাচ্ছে .আবার কারোর চুল খুব উস্কোখুস্কো হয়ে যাচ্ছে .এই জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করেও কোনো উপকার পায় না .আমি আপনাদের কিছু মূল্যবান টিপস শেয়ার করব.
প্রথমে আমরা জানবো কি কি কারণে চুলের সমস্যা দেখা দেয়..
প্রথম সমস্যা যদি আমরা বলি তাহলে জিনগত সমস্যা প্রধান কারণ হিসেবে ধরা হয় .তার পরেও আমাদের অনিয়মিত খাদ্যাভাস .অনিদ্রা .মানসিক দুশ্চিন্তার কারণে চুল ঝরা সাদা হতে পারে...
বিভিন্ন ধরনের ক্ষতিকারক সাবান ও শ্যামপুর কারণে চুলের ক্ষতি হতে পারে. এমনকি বাইরে ধুলো-ময়লা কারণেও চুলের ক্ষতি হয়ে থাকে.
এরপর আমরা জানবো আমাদের চুলকে বড় . ঘন .ও মসৃণ করে তুলবো ঘরোয়া কিছু উপাদান দিয়ে..
No 1..প্রথমে আমাদের একটি পাকা কলা .1 চা চামচ মধু .এক চা চামচ কাঁচা দুধ ও 1 চা চামচ অলিভ অয়েল নিতে হবে...সব উপাদান গুলি ভালো করে মিশ্রণ করে আপনি স্নান করার এক ঘন্টা আগে মাথায় ভালো করে লাগাবেন. এবং একঘন্টা পরে স্থান করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন.
No 2.. তিন চামচ ভাত রান্না করার চাল. অ্যালোভেরা জেল 1 চা-চামচ .ভালো কোম্পানির শ্যাম্পু পরিমাণমতো ও অল্প পরিমাণ মধু.. চাল গুলো ভালো করে ধুয়ে নিতে হবে. ভালো করে ধোয়া হয়ে গেলে একটি পাত্রে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন..সকালে চাল টি ছেঁকে নিয়ে জলটি একটি পাত্রের মধ্যে রাখবেন.ওই ছাকা জলের মধ্যে অ্যালোভেরা জেল এক চামচ.1 চা চামচ মধু .ও পরিমাণমতো শ্যাম্পু মিশিয়ে নেবেন. তারপর স্নান করার 30 মিনিট আগে চুলের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে ম্যাসাজ করবেন.ভালো করে চুলে ম্যাসাজ হয়ে গেলে আধঘন্টা পরে অবশ্যই শ্যাম্পু দিয়ে ভালো করে চুল পরিষ্কার করে ধুয়ে নেবেন..
সপ্তাহে অবশ্যই দুই থেকে তিনদিন এই পদ্ধতিটি ব্যবহার করবেন .এক মাসের মধ্যে আপনি এই ফলাফল বুঝতে পারবেন.
No 3..
একটি পাত্রে 3 চা চামচ মেথি ও 3 চা চামচ কালো জিরে সারা রাত্রে এক গ্লাস জল দিয়ে ভিজিয়ে রাখবেন .সকালে পাত্রটিকে 10 মিনিট গরম করে নেবেন তারপর ছেঁকে নিয়ে ঠান্ডা করে স্নান করার সময় ভালো করে শ্যাম্পু হয়ে গেলে ভিজে চুলে মেথি ও কালোজিরা মিশ্রিত জল দিয়ে 5 থেকে 10 মিনিট চুলে লাগাবেন ..তারপর 10 মিনিট..এই পদ্ধতিটি সপ্তাহে অন্তত কম করে দু থেকে তিন বার করতে হবে .একমাস করার পরে আপনি বুঝতে পারবেন কতটি উন্নতি হয়েছে আপনার চুলের.
No 4..বিশুদ্ধ নারকেল তেল .টাটকা জবা ফুল .কারি পাতা এটা হচ্ছে আপনার প্রণালী.এক্ কাপ বিশুদ্ধ নারকেল তেলে 3 পিসস টাটকা লাল জবাফুল ও 1 চা-চামচ কারিপাতা পেস্ট একসঙ্গে গরম করে নেবেন. তারপর ছেঁকে নিয়ে একটি পরিষ্কার বোতল এ রাখবেন সপ্তাহে দুই থেকে তিন দিন রাতে ঘুমোবার আগে 10 থেকে 15 মিনিট ভালো করে চুলে ম্যাসাজ করবেন তারপর সকালে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন..
এই ছিল আমার কিছু টিপস .আপনারা ব্যবহার করবেন .ভাল লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন .সবাই ভালো থাকবেন .সুস্থ থাকবেন...
Make your hair thick, black and long in a month....
English translation....
At present, whether it is a boy or a girl, everyone has some problems with their hair.Black hair is falling out. Someone is turning white. Someone's hair is becoming very unkempt. That's why many of us don't benefit from using a lot of things. I will share some valuable tips with you.
First we will know what causes hair problems..
If we say the first problem, then genetic problems are considered to be the main cause. Even then, our irregular eating habits. Insomnia. Mental anxiety can cause hair loss to turn white.
Different types of harmful soaps and shampoos can cause hair loss. Dust on the outside can also cause hair loss.
Then we will know that our hair is big. I will make it thick and smooth with some domestic ingredients.
No 1...First we need a ripe banana. 1 teaspoon honey. 1 teaspoon raw milk and 1 teaspoon olive oil....Mix all the ingredients well and apply it on the scalp one hour before taking a bath. And after an hour, wash your hair with shampoo..
You must use it two or three days a week. Within a month you will understand your results..
No 2.. 3 tablespoons rice cooking rice. Aloe vera gel 1 teaspoon. Good company shampoo and a small amount of honey..........The rice should be washed well. Once well washed, soak overnight in a container with water...
In the morning, strain the rice and put the water in a pot.Mix one teaspoon of aloe vera gel, 1 teaspoon of honey and shampoo in the water. Then massage the hair well from beginning to end 30 minutes before bathing.
After massaging the hair well, after half an hour, you must wash your hair thoroughly with shampoo..You must use this method two to three days a week .You will understand this result in a month..
No 3..Soak 3 teaspoons of fenugreek and 3 teaspoons of black cumin in a pot with a glass of water overnight. In the morning, heat the pot for 10 minutes, then strain it and cool it. Apply on hair for 10 minutes..then wash your hair after 10 minutes...This procedure should be done at least two to three times a week. After a month you will realize how much your hair has improved..
No 4...Heat a cup of pure coconut oil with 3 pieces of fresh red jaba flower and 1 teaspoon of curry paste together. Then strain it and put it in a clean bottle. Two to three days a week, before going to bed at night, massage your hair well for 10 to 15 minutes, then wash your hair with shampoo in the morning. These were some of my tips .You will use them .If you like it, please let me know in the comments .Everyone will be fine .Stay healthy. ........ Thanks..........
Very nice and helpful topic
ReplyDeletePost a Comment
Thank you for your commenting