covid-19 ::English and Bengali
I hope everyone is well and healthy. We all know that today corona disease has become an epidemic all over the world including India.As the days go by, the panic among us grows more and more. Because the number of corona patients is increasing day by day. No country has been able to invent corona vaccine till date.Apart from India, other more developed countries of the world are continuing their efforts to invent the vaccine. We hope this vaccine will be discovered very soon.Until the vaccine is invented, we have to follow three rules. Number One Social Distance. Use Number 2 Mask. And Number 3 The most important thing is to use hand sanitizer..
We buy that hand sanitizer from the store and almost everyone uses it. But many of us do not know how effective hand sanitizers are in stores .Because most hand sanitizer companies do not sell good quality sanitizers except two good companies.
So many of us try to make hand sanitizers in a homely way by watching YouTube. There are some videos on YouTube but where hand sanitizer is made it is not made properly..However today according to your h.o.w information the best 80 percent of alcohol I will teach you to make at home. And it is prevalent by the World Health Organization..
Home Remedies for Alcohol Best Hand Sanitizer ::
First let's find out what ingredients we need. Number one is ethyl alcohol. Ethyl alcohol is 98 percent when you take it. It is not below.
Number two is hydrogen peroxide. What many of us know as h2o2 you take 3 percent.
Number three is glycerin. You will take glycerin 98 percent.
The number 4 is distilled water..
When we make the sanitizer we must keep in mind that it cannot be used in any of our metal containers. When we make the mixture we will make it in a plastic container.
We will then take 67 ml of distilled water in a plastic container. 8 ml of glycerin. 20 ml of hydrogen peroxide and 415 ml of the latest ethyl alcohol. Now our work is done. Our 500 ml Home Best Hand Sanitizer is ready.
All will be well. Stay healthy. If you like it, let me know in the comments. Thank you all very much......
Covid-19 বাংলা ::
আমি আশা করছি যে সবাই ভালো আছেন সুস্থ আছেন. আমরা সবাই জানি যে আজ ভারতবর্ষসহ সারাবিশ্বব্যাপী করোনা রোগ এক মহামারীর আকার নিয়েছে...যত দিন যাচ্ছে আমাদের মধ্যে আতঙ্ক আরো বেড়ে চলেছে .কারণ দিন দিন এই করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে.করোনা রোগের ভ্যাকসিন আজ পর্যন্ত কোন দেশ আবিষ্কার করতে পারেনি..ভারত বর্ষ ছাড়াও পৃথিবীর অন্যান্য আরো উন্নত দেশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এ ভ্যাকসিন আবিষ্কার করার জন্য. এই ভ্যাকসিন আবিষ্কার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা আশা করছি...যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের তিনটি নিয়ম মেনে চলতেই হবে .নাম্বার ওয়ান সোশ্যাল ডিসটেন্স .নাম্বার 2 মাক্স ব্যবহার করুন .এবং নাম্বার 3 সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা...আমরা দোকান থেকে যে হ্যান্ড স্যানিটাইজার কিনে প্রায় সবাই ব্যবহার করে থাকি. কিন্তু আমাদের অনেকেই জানিনা যে দোকানের হ্যান্ড স্যানিটাইজার গুলি কতটা কার্যকরী ভূমিকা পালন করে .কারণ দুই একটা ভালো কোম্পানি ছাড়া বেশির ভাগ হ্যান্ড স্যানিটাইজার কোম্পানি ভালো মানের স্যানিটাইজার বিক্রি করে না..আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি তোর ম্যাক্সিমাম হ্যান্ড স্যানিটাইজার কিছু কাজ হয় না তার কারণ হচ্ছে স্যানিটাইজার সঠিক পদ্ধতিতে তৈরি হয় না যে অ্যালকোহল বেস্ট হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার নিয়ম সেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে না বিভিন্ন রকম কোম্পানিগুলি..সঠিক নিয়ম অনুযায়ী যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয় সেই স্যানিটাইজার এর মিনিমাম 80 শতাংশ অ্যালকোহল বেস্ট থাকা উচিত .কিন্তু আমরা যে স্যানিটাইজার ব্যবহার করি তার মধ্যে সবথেকে বেশি অ্যালকোহল স্যানিটাইজার থাকে না..
তাই ঘরোয়া পদ্ধতিতে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার অনেকেই চেষ্টা করি ইউটিউব দেখে. ইউটিউবে কিছু ভিডিও তো আছেই কিন্তু যেখানে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হলেও তা সঠিক পদ্ধতিতে তৈরি করা হয় না..যাইহোক আজ আমি আপনাদের h.o.w তথ্য অনুযায়ী অ্যালকোহল বেস্ট 80 শতাংশ আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা শেখাবো. এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রচলিত......
অ্যালকোহল বেস্ট হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার ঘরোয়া পদ্ধতি ::
প্রথমে আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলো জেনে নেওয়া যাক.নাম্বার ওয়ান ইথাইল অ্যালকোহল. ইথাইল অ্যালকোহল আপনি যখন নেবেন 98 শতাংশ নেবেন .তার নিচে না হয়..
নাম্বার টু হাইড্রোজেন পারঅক্সাইড. যাকে আমরা অনেকে h2o2 বলে চিনি আপনি নেবেন 3 শতাংশ.
তিন নম্বর হলো গিলিসারিন আপনি গ্লিসারিন নেবেন 98 শতাংশ.
4 নম্বরটি হলো ডিস্টিল ওয়াটার..
এরপর আমরা একটি প্লাস্টিক পাত্রের মধ্যে ডিস্টিল ওয়াটার নেব 67 মিলিলিটার .গ্লিসারিন 8 মিলি লিটার. হাইড্রোজেন পারঅক্সাইড 20 মিলিলিটার .আর সর্বশেষ ইথাইল অ্যালকোহল নেব 415 মিলিলিটার. এবার আমাদের কাজ শেষ .আমাদের 500 মিলিলিটার হোম বেস্ট হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়ে গেছে...আমরা যখন স্যানিটাইজার তৈরি করব তখন অবশ্যই মাথায় রাখবো যে তৈরি করার সময় আমাদের কোন মেটাল পাত্রে ব্যবহার করা যাবে না .যখনই আমরা মিশ্রণটি তৈরি করব তখন একটি প্লাস্টিক পাত্রে তৈরি করব...বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম H.W.O দেয়া তথ্য অনুযায়ী 80% অ্যালকোহল বেস্ট হ্যান্ড স্যানিটাইজার আমাদের তৈরি হয়ে গিয়েছে...
সবাই ভালো থাকবেন. সুস্থ থাকবেন. যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন .সবাইকে অশেষ ধন্যবাদ.......
Good
ReplyDeletePost a Comment
Thank you for your commenting